আয়ারল্যান্ডের পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণে মৃত ১০

0
3

আয়ারল্যান্ডের একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১০ জনের মৃত্যু হল। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন মহিলও, একজন কিশোর ও একজন কিশোরী এবং একটি নাবালিকা রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত সাত জন আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে।

আরও পড়ুন: অগ্নিমূল্য বাজারে দরদাম করে সবজি কিনলেন নির্মলা সীতারমন

ক্রিসলোর কাউন্টি ডোনেগাল গ্রামের অ্যাপলগ্রিন সার্ভিস স্টেশনে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একটি বড় বিল্ডিং এবং একটি অ্যাপার্টমেন্ট কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।