‘শরীরের উপর অতিরিক্ত ধকল মনে হলে ক্রিকেটারদের আইপিএল খেলা উচিত নয়’ :কপিল দেব

0
3

‘খেলতে গিয়ে চাপ মনে হলে ক্রিকেটাররা আইপিএল থেকে সরে দাঁড়াক’, ক্রিকেটারদের শরীরের ওপরে অতিরিক্ত ধকল প্রসঙ্গে এমনটাই বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেব। এদিন এক অনুষ্ঠানে কপিল দেব বলেন, যদি শরীরের উপর অতিরিক্ত ধকল হয় তা হলে ক্রিকেটারদের আইপিএল খেলা উচিত নয়।

কপিল দেব বলেন,”আমি টেলিভিশনে ক্রিকেটারদের অনেকবার বলতে শুনেছি, আইপিএলে খেলার সময় চাপ খুব বেশি থাকে। শরীরের উপর খুব ধকল যায়। আমি শুধু একটা কথাই বলতে চাই, যদি চাপ লাগে তা হলে আইপিএলে খেলো না।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,”যদি কোনও ক্রিকেটারের আবেগ থাকে, তাহলে তার চাপ বলে মনে হবে না। আমি বুঝি না কেন এখন হতাশা, চাপের মতো কথা উঠে আসছে। আমি কৃষক পরিবারের ছেলে। ক্রিকেট খেলতে ভালবাসতাম বলে খেলতাম। যদি কেউ খেলা ভালবাসে তা হলে কোনও সময়েই তার চাপ বলে মনে হবে না।”

আরও পড়ুন:ভারতীয় দলে অভিষেক হল শাহবাজ আহমেদের