সামনে পঞ্চায়েত নির্বাচন(Panchayat election)। এই নির্বাচনকে মাথায় রেখে জনসংযোগের লক্ষ্যে নয়া স্ট্র্যাটেজি ঠিক করল রাজ্য গেরুয়া শিবির। প্রাক পুজো সম্মিলনীর পর বিজেপি(BJP) সুত্রের খবর, এবার জেলায় জেলায় বিজয়া সম্মিলনী পালন করবে বঙ্গ বিজেপি। রাজ্যের সমস্ত সাংগঠনিক জেলায় বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা অংশ নেবেন এই সম্মিলনীতে। জানা গিয়েছে এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানকে বাস্তবায়িত করতে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো নেতারা ঘুরে বেড়াবেন জেলায় জেলায়।

বিজেপি সূত্রের খবর, সংগঠনের ৪২ টি সাংগঠনিক জেলাতেই হবে বিজয়া সম্মিলনীর আয়োজন। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর দিয়ে সংগঠনকে মজবুত করার কৌশল নিয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের শ্রীরামপুর সাংগঠনিক জেলায় শনিবার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশ নেন। তবে শুধু জেলা নয়, কলকাতা শহর রাজ্য জুড়েই এই বিজয়া সম্মেলন অনুষ্ঠানকে হাতিয়ার করে জনসংযোগ শুরু করতে তৎপর গেরুয়া শিবির।
উল্লেখ্য, সাম্প্রতিক পুরসভা নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি। এছাড়াও অন্তর্দ্বন্দ্বের জেরে রাজ্যে বিজেপির হাল এখন অত্যন্ত শোচনীয়। এই পরিস্থিতিতে কোন্দল কাটাতে জেলা জেলায় সফর করবেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। বিজেপি সূত্রে খবর উৎসব মরশুমে এই বিজয়া সম্মেলন একদিকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে যেমন কার্যকর ভূমিকা নেবে তেমনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবিরের ভোট বাক্স কিছুটা হলেও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।














































































































































