হার দিয়ে আইএসএলের (ISL) অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল এফসি (EastBengal)। শুক্রবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-৩ গোলে হারের মুখ দেখে লাল-হলুদ ব্রিগেড। আর এই হারে স্বাভাবিকভাবেই খুশি নন ইস্টবেঙ্গল হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তবে প্রতিপক্ষকে শুভেচ্ছা জানাতে ভুললেন না তিনি।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে স্টিফেন বলেন,”শুরুতেই আমি বিপক্ষের কোচকে অভিনন্দন জানাতে চাই ওদের জয়ের জন্য। আমি কোনও অজুহাত দিতে চাই না। তরুণদের নিয়ে গড়া দল নিয়ে ৬-৭ সপ্তাহ অনুশীলন করতে পেরেছি আমরা। তবে এটাই সত্যি ঘটনা। প্রথমার্ধে আমরা সুযোগ পেয়েছি। দ্বিতীয়ার্ধে আমাদের মনসংযোগে ঘাটতি ছিল।”
এখানেই না থেমে স্টিফেন আরও বলেন,” লুনা যখন গোলটা করে, তখন ওকে ওই জায়গায় পৌঁছতে দেওয়া ঠিক হয়নি। ওর সঙ্গে আমাদের কারও লেগে থাকা উচিত ছিল। আমাদের তো ভুল হয়েছেই। এর মধ্যেও কিছু ইতিবাচক ব্যাপার আছে। ব্লাস্টার্স গতবার লিগে চতুর্থ স্থানে শেষ করেছিল। ওদের সেই দলই খেলছে, সেই কোচেরই তত্ত্বাবধানে। প্রথমার্ধে আমরা ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি। দ্বিতীয়ার্ধে ছন্দ হারাই। পরের দুটো গোলই আমরা নিজেদের দোষে খেয়েছি। এই ধরনের ম্যাচে মনসংযোগ নষ্ট হলে সফল হওয়া কঠিন।”
পরবর্তী ম্যাচে লাল-হলুদের সামনে এফসি গোয়া। ঘরে মাঠে খেলতে নামবে সৌভিক চক্রবর্তীরা। কেরলার বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে গোয়ার বিরুদ্ধে নামতে মরিয়া স্টিফেন। এই নিয়ে তিনি বলেন,” হার মোটেই ভাল জিনিস নয়। তবে এই হার থেকে শিক্ষা নিতে হবে আমাদের। সামনে আমাদের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে, কলকাতায়। এখন সেই ম্যাচ নিয়ে ভাবনা-চিন্তা শুরু করতে হবে আমাদের।”