পুজোর বই বিক্রিতেও বামের সঙ্গে পাঙ্গা তৃণমূল নেতার

0
1

দলীয় প্রকাশনার রেকর্ড বিক্রি করে নজর কাড়লেন। পুজোর বুকস্টল(Book stall) বলতেই চোখে ভাসে লাল রঙের স্টল। সিপিএমের বুক স্টলের কৌলিন্য অনেকদিনের। হালে তৃণমূল(TMC) কিছুটা এগোলেও বিজেপির স্টল কমই নজরে পড়ে। আর সিপিএমের(CPIM) এই একচেটিয়া বইবাজারে থাবা বসাচ্ছে নবান্নের কাছে ওলাবিবিতলায় তৃণমূলের বুকস্টল। উদ্যোক্তা ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাস।

তাঁর এই বুক স্টলের উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়। সেখানেই এবার রেকর্ড বিক্রি। লাখ টাকার বই বিক্রি হয়েছে এই স্টলে। দুদিনে সব বই শেষ। বিগত ১২ বছর ধরে বইয়ের স্টল দিচ্ছেন বিশ্বনাথ। স্টল তো নয়, যেন আস্ত একটা পুজো মণ্ডপ। বই বিক্রি হয়েছে ১লাখ ৩৭ হাজার নশো টাকার। গত বছর করোনা সত্ত্বেও লাখ টাকার কাছাকাছি বিক্রি হয়। বিশ্বনাথ বাবু বলেন, প্রথম যখন শুরু করি সিপিএমের বুক স্টলের একচেটিয়া বাজার । আস্তে আস্তে আমাদের সেল বাড়তে থাকলো। আজ তো দেখতেই পাচ্ছেন। হাওড়ার বেস্ট। এখন ওরা নর্দমার ওপর স্টল করে ফ্যালফ্যাল করে দেখে।”

মধ্য হাওড়ার বাম দলের এক নেতা অবশ্য এই দাবি পুরোপুরি মানতে নারাজ। তার বক্তব্য বইয়ের ভ্যারাইটি এবং স্টলের সংখ্যার দিক থেকে সিপিএম এগিয়ে। তবে তৃণমূল পার্টি কর্মী সমর্থকদের কল্যাণে বিশ্বনাথ বাবুর জাগো বাংলা স্টলে বিক্রি বেশি হওয়া আহামরি কিছু নয়।