লাইট অ্যান্ড সাউন্ডে কলকাতার ইতিহাস! সন্ধ্যার পর নতুন রূপে সেজে উঠবে হাওড়া ব্রিজ

0
1

সিডনির অপেরার আদলে এবার সেজে উঠতে চলেছে হাওড়া ব্রিজ। সন্ধ্যা নামলেই প্রাচীন এই সেতুতে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। ফুটে উঠবে কলকাতার ইতিহাস! অবশেষে বন্দর কর্তৃপক্ষের প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় তথ্য় ও সংস্কৃতি মন্ত্রক। এই কাজে খরচ হবে প্রায় ৩৫ কোটি টাকা।

কলকাতা ও হাওড়ার মধ্যে সেতুবন্ধনকারী এই ব্রিজের পোশাকি নাম রবীন্দ্র সেতু। তবে হাওড়া ব্রিজ নামেই বেশি পরিচিত। যার সৌন্দর্যায়নের পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের মতো বিশেষ দিনে নয়, প্রতিদিনই সন্ধ্যার পর লাইট অ্যান্ড সাউন্ড শো হবে হাওড়া ব্রিজে। ব্রিজের ঠিক মাঝে এমনভাবে এলইডি স্ক্রিন বসানো হবে, যাতে খালি চোখের সহজে নজরে না পড়ে। আবার দিনের বেলায় এই স্কিনের কারণে হাওড়া ব্রিজের রূপ বদলে যাবে না। স্রেফ লাইট অ্যান্ড সাউন্ড শো, সন্ধ্যার পর ফুটে উঠবে কলকাতার ইতিহাস।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালে কোভিড যোদ্ধাকে সম্মান জানাতে আলোর ধারায় সেজে উঠেছিল হাওড়া ব্রিজ। সঙ্গে ছিল সাউন্ডও।

আরও পড়ুন:শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা শ্যামল আদকের অফিস সিল করল পুলিশ