একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন বাণিজ্যনগরী, নাজেহাল মানুষ

0
1

সকাল থেকেই মুষলধারে অবিরাম বৃষ্টি। যার জেরে জলমগ্ন বাণিজ্যনগরীর একাধিক এলাকা।সকাল থেকেই জল জমে বিপন্ন জনজীবন।কবে থামবে বৃষ্টি? উত্তর নেই আবহাওয়া অফিসের কাছেও।

আরও পড়ুন:Weather forecast: লক্ষ্মী পুজোতেও বৃষ্টি ভিজবে বাংলা, আশঙ্কা করছে হাওয়া অফিস

মৌসম ভবনের পূর্বাভাস, মুম্বই শহর এবং পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দিনভর  আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

তবে শুধু মুম্বই নয়, পশ্চিম ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ৭ থেকে ১০ অক্টোবর পর্যন্ত গুজরাট, পন্ডিচেরী, উত্তর কর্নাটকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্য মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় বৃষ্টি হবে ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত। এ ছাড়া এই সময়ের মধ্যে কোঙ্কণ, গোয়া, তামিলনাড়ু, দক্ষিণ কর্নাটক, কেরলেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

শনিবার মুম্বইয়ে বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমেছে। এদিন বাণিজ্যনগরীতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।