ঝিল থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর দেহ, সিবিআই তদন্তের দাবি পরিবারের

0
2

দশমীর (Dashami) রাত থেকে নিখোঁজ (Missing) কিশোরীর দেহ মিলল ত্রয়োদশীর অর্থাৎ শনিবার সকালে। এদিন হুগলির জাঙ্গিপাড়ার শ্রীহট্ট এলাকার একটি ঝিল থেকে উদ্ধার (Rescue) করা হয়েছে সপ্তম শ্রেণীর ওই পড়ুয়ার দেহ। কিশোরীর পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ (Police)।

আরও পড়ুন: খুনের পরদিন অয়নের বাড়িতে তাঁর খোঁজে যায় বান্ধবী!হরিদেবপুর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়*

এদিকে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত জাঙ্গিপাড়ার শ্রীহট্ট এলাকা। বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধারের চেষ্টা করলে পুলিশকে বাধা দেন কিশোরীর পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুক্ষণ পর ওই কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়। কিশোরীর পরিবারের অভিযোগ, দশমীর রাতে ভাইবোনদের নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিল সে। এরপর আচমকাই নিখোঁজ হয়ে যায়। রাত ৮টার পর থেকে কিশোরীর কোনও খোঁজ মেলেনি।

স্থানীয়দের দাবি, শনিবার ঝিলের পাশে পড়ে থাকতে দেখা যায় এক জোড়া পুরুষের জুতো। আর তা দেখে পরিবারের সন্দেহ খুন করা হয়েছে ওই নাবালিকাকে। নাবালিকার দাদার অভিযোগ, আমার বোন দশমী থকে নিখোঁজ (Missing) ছিল। আমরা সিবিআই তদন্ত (CBI Investigation) চাই। আমাদের মনে হচ্ছে, ওকে ধর্ষণ করে খু*ন করা হয়েছে কারণ ওর গায়ে কিছু গয়না ছিল। তা খুলে নেওয়া হয়নি। আমরা দোষীদের কড়া শাস্তি চাই।