কার্নিভালের জন্য রেড রোড যাওয়ার পথে দুর্ঘটনা রামমোহন সম্মিলনীর প্রতিমাসহ ট্যাবলো

0
1

কার্নিভালের জন্য রেড রোড যাওয়ার পথে দুর্ঘটনা।রামমোহন সম্মিলনীর প্রতিমাসহ ট্যাবলোতে ধাক্কা মারল এক বেপরোয়া ট্যাক্সি। ওভারটেক করতে গিয়ে পিছন থেকে ধাক্কা মারে। ট্যাবলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জঙ্গলকন্যা থিমে সজ্জিত এই রামমোহন সম্মিলনীর সঙ্গে থাকবেন ঝাড়গ্রাম থেকে আসা শিল্পীরা। নেতৃত্ব দেবেন বীরবাহা হাঁসদা।

পুজো কমিটির তরফে কুণাল ঘোষ জানান, ট্যাবলো মেরামতির চেষ্টা চলছে। ধাক্কা মারা ট্যাক্সিটি হেস্টিংস থানায় নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করেছে পুলিশ।