আজ, কলকাতার রেড রোডে মেগা কার্নিভাল দিয়ে শেষ হবে এ বছরের মতো দুর্গোৎসব। তার আগে গতকাল, শুক্রবার জেলায় জেলায় পুজো কার্নিভাল হয়েছে। বেরিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। তবে রায়গঞ্জে পুজো কার্নিভালের তাল কাটল ষাঁড়। রাজগঞ্জে ষাঁড়ের গুঁতোয় বিসর্জন বিভ্রাট। মৃত্যু একজনের। আহত বেশ কয়েকজন।
বাকি জেলার মতোই প্রস্তুতি নিয়ে কার্নিভাল হচ্ছিল উত্তর দিনাজপুরে। তারমধ্যে একটি ক্লাবের প্রতিমা যাচ্ছিল গরুর গাড়িতে। তখনই কার্নিভালের মাঝেই ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের জানাচ্ছে, কার্নিভালের মঞ্চ পেরোতেই আচমকা গাড়ি ফেলে ছুট লাগায় ষাঁড়। গাড়ি থেকে উল্টে যায় প্রতিমাও। ততক্ষণে ষাঁড় ঢুকে পড়েছে সাধারণ মাঝে। প্রচুর মানুষ তাণ্ডব শুরু করে ষাঁড়টি।
জানা গিয়েছে, এই ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে সাধন কর্মকার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গুরুতর আহত হওয়ার পরে সিসিইউ-তে ভর্তি করা হয়েছিল। আজ, শনিবার তাঁর দেহ ময়নাতদন্ত করা হবে। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন আরও ৮ জন। সবমিলিয়ে প্রায় ৩০ জন মানুষ আহত হয়েছেন বলে খবর।













































































































































