দেশে জাতি ও বর্ণের ধারণা সম্পূর্ণরূপে অবলুপ্ত হওয়া প্রয়োজন: মন্তব্য মোহন ভাগবতের

0
3

বর্ণপ্রথা দেশে বৈষম্যের সৃষ্টি করছে। বর্ণব্যবস্থার কোনও প্রাসঙ্গিকতাই এখন আর নেই। নাগপুরে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে এসে শুক্রবার এমনই মন্তব্য করলেন আরএসএস(RSS) প্রধান মোহন ভাগবত(Mohan Bhagwat)। তার দাবি বর্ণ ও জাতির ধারণা সম্পূর্ণভাবে অবলুপ্ত হওয়া উচিত দেশ থেকে।

শুক্রবার নাগপুরে বজ্রসূচি টাঙ্ক নামে একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করেন মোহন ভাগবত সেখানেই তিনি বলেন, “যা কিছু বৈষম্য সৃষ্টি করে, সে সব কিছুকেই বাতিল ঘোষণা করা উচিত।” বই প্রকাশ অনুষ্ঠানে বইয়ের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করতে গিয়ে ভাগবত বলেন, ভারতের সংস্কৃতির মধ্যেই সামাজিক ঐক্যের ধারণা নিহিত রয়েছে। কিন্তু বর্ণ এবং জাতিপ্রথার কারণে দেশের সামাজিক ঐক্য বিনষ্ট হচ্ছে।

একই সঙ্গে তিনি বলেন, কেউ যদি বর্ণ এবং জাতির মতো প্রাচীন প্রতিষ্ঠানগুলির প্রসঙ্গ তোলেন, তবে উত্তর দিতে হবে যে, “এগুলি এখন অতীত হয়ে গিয়েছে। তাই এগুলি ভুলে যান।” ভাগবতের দাবি, সব দেশেই পূর্বপুরুষরা কিছু ভুল করে যান। তেমনই ভারতের বর্তমান প্রজন্মও পূর্বপুরুষদের ভুলগুলি বুঝতে পেরে সেগুলি সংশোধন করে নেবেন। সঙ্ঘের এমন বক্তব্য অবশ্য নতুন কিছু নয়। আগেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ জাতপাতহীন ‘অখণ্ড ভারতীয় সমাজ’ গঠনের কথা বলেছে।