মাসখানেক ধরে একটি মানুষ খেকো বাঘের আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। মানুষ খেকো বাঘটির উৎপাতে অতিষ্ঠ বিহারের চিউথান ও গোবর্ধন জঙ্গল এলাকার বাসিন্দারা। প্রায় ২৫ দিন ধরে এলাকায় ত্রাসের সঞ্চার করেছে বাঘটি। তার হিংস্র থাবায় এখনও পর্যন্ত ৭জনের প্রাণ গিয়েছে। ১২ বছরের নাবালিকাকেও হত্যা করেছে বাঘটি।
বনদফতরও বাগে আনতে পারছে না বাঘটিকে। অগত্যা বিহার সরকারের তরফে বাঘটিকে দেখামাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। আর যাতে কোনও প্রাণ না যায়, তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন ও বন দফতরের আধিকারিকরা।
বিহার বন দফতরের তরফে জানানো হয়েছে, গত সেপ্টেম্বর মাসের ১২ তারিখ থেকে ওই বাঘটিকে দেখা গিয়েছে। বয়স আনুমানিক সাড়ে তিন বছর। গত শুক্রবার গোবর্ধন জঙ্গলের কাছেই আখ ক্ষেতে গিয়েছিলেন বছর ৩৫ বছরের সঞ্জয় মাহাতো। সেখানেই তাঁর উপর অতর্কিতে হামলা চালায় বাঘটি। যার ফলে মৃত্যু হয় সঞ্জয়ের।
মানুষ খেকোকে নিয়ে এলাকাবাসীদের আতঙ্ক এতটাই বেড়ে গিয়েছে তারা বারবার বন দফতরের অফিসে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। প্রশাসনের অনুমতি মতে জঙ্গলের আশেপাশে মোতায়েন করা হয়েছে র্শাপশ্যুটারকে। রয়েছে বন দফতরের আধিকারিক ও পুলিশ কর্তারাও।
আরও পড়ুন:হরিদেবপুরের ছায়া চুঁচুড়ায়! প্রেমিকার বাবা-মায়ের মারে প্রাণ হারালেন যুবক