দশমীর দিন থেকে নিখোঁজ ছিলেন। অবশেষে হরিদেবপুরের যুবকের নিথর দেহ পাওয়া গেল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থেকে। বান্ধবীর বাড়িতে গিয়ে খুন? এমনি অভিযোগ করা হচ্ছে মৃত অয়ন মণ্ডলের পরিবারের লোকেরা।

জানা গিয়েছে, হরিদেবপুরের কেওড়াপুকুর এলাকার বাসিন্দা অয়ন মন্ডল দশমীর দিন বান্ধবীর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান। বন্ধুদের দাবি, বাড়িতে তখন একাই ছিলেন বান্ধবী। এরপরই আচমকা তরুণীর বাবা-মা বাড়িতে চলে আসেন। নিজেকে আড়াল করতে বাড়ির ছাদে চলে যান অয়ন।
ওইদিনই এক বন্ধুকে ফোন করেন অয়ন। সে জানায় বান্ধবীর বাবা-মা বেধড়ক মারধর করছেন। এরপর বন্ধুরা বান্ধবীর বাড়িতে যায়। কিন্তু অয়ন তখন সেখানে ছিল না বলেই দাবি বন্ধুদের। অয়নের মোবাইল ফোনও তারপর থেকে বন্ধ ছিল।
এরপর হরিদেবপুর থানায় ছেলের নামে নিখোঁজ ডায়েরি করে অয়নের পরিবারের লোকেরা। ওই যুবকের বন্ধুদের সঙ্গে কথা বলে পুলিশ। এমনকী, থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয় বান্ধবী ও তাঁর বাবাকেও।
এরপর বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে মাগুরপুকুর পুলিশ ক্যাম্পের মাঠে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। দেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। তখন তাঁর পরিচয় জানা যায়নি। যুবক নিখোঁজ হওয়ার ঘটনাটি জানাজানি হওয়ার পর হরিদেবপুর থানা খবর আসে। এরপর মগরাহাটে গিয়ে দেহ শনাক্ত করেন মৃতের পরিবারের লোকেরা। পুলিশ সূ্ত্রে খবর, মৃতের শরীরের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কী কারণে মৃত্যু? নেপথ্যে কারা? তদন্তে নেমেছে মগরাহাট থানার পুলিশ।














































































































































