কলকাতা পুলিশের তৎপরতা, অ্যাপ ক্যাবে হারানো মোবাইল ফিরে পেলেন কেরালার মনোজ

0
2

কলকাতার দুর্গাপুজো পেয়েছে ইউনেস্কোর (Unesco) হেরিটেজের তকমা। এমনিতেই এই উৎসবে সামিল হন সারা দেশের মানুষ। এবার তার সংখ্যাটা বেশ বেড়েছে। আশপাশের রাজ্য তো বটেই, সুদূর কেরালা (Kerala) থেকেও দর্শনার্থীরা এসেছেন রাজ্যে। তেমনই কেরালার ত্রিশূর জেলা থেকে সপরিবারে কলকাতায় এসেছেন মনোজ। কিন্তু বিপত্তি। অ্যাপ ক্যাবে (Cab) মোবাইল ভুলে যান তিনি। কিন্তু কলকাতা পুলিশের (Kolkata Police) সহায়তায় দ্রুতই ফিরে পান সেটি। আপ্লুত কেরলবাসী পরিবারটি।

বৃহস্পতিবার, দুপুর ২.২০ নাগাদ চারু মার্কেট থানায় উপস্থিত হন মনোজ। জানান, এলগিন রোডের নেতাজি ভবনের কাছে অ্যাপ ক্যাব থেকে নামার সময় নিজের মোবাইল গাড়িতে ফেলে এসেছেন। খেয়াল পরার পড়ে ক্যাবের সন্ধান করেও পাননি। নিজের মোবাইলে কল করে জানতে পারেন সেটি সুইচট অফ। অচেনা শহরে দিশাহারা মনোজ সপরিবারেই চারু মার্কেট থানায় হাজির হন।

অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ কাজ শুরু করেন চারু মার্কেট থানার ওসি সুভাষ অধিকারী। তাঁর নির্দেশে মোবাইলের সন্ধানে ডিউটি অফিসার সার্জেন্ট শুভদীপ মুখোপাধ্যায় বেশ কিছুক্ষণ খোঁজখবর চালিয়ে অবশেষে পান ক্যাবের চালক সুরজ চৌধুরীকে। কিন্তু প্রথমে গাড়িতে মোবাইল থাকার কথা অস্বীকার করেন সুরজ। পরে অবশ্য তিনি বলেন, ম্যাটের তলায় মোবাইল ফোন পাওয়া গিয়েছে। অবিলম্বে সেটি থানায় জমা দিয়ে যেতে বলা হয় তাঁকে। আইনি প্রক্রিয়ার পরে মোবাইল তুলে দেওয়া হয়েছে মনোজের হাতে। কলকাতা পুলিশের কর্মদক্ষতায় অপ্লুত কেরালার পরিবারটি। অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন কলকাতা পুলিশকে।