বিধানসভা ভোটের আগে মোদি-শাহর রাজ্য গুজরাতে জালনোটের রমরমা

0
3

সামনেই রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে। নিজেদের রাজ্যে এবারও লড়াইটা খুব একটা সহজ হবে না নরেন্দ্র মোদি-অমিত শাহদের। ঘুরপথে, ঘোড়া কেনাবেচা, টাকা ছড়ানোয় বিজেপির জুড়িমেলা ভার। গুজরাটে বিধানসভা নির্বাচনের আগে রমরমা জাল নোটের কারবার! সুরাটে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ জাল নোটের এখনই ৩১৭ কোটিতে পৌঁছেছে। অঙ্কটা আরও বাড়বে বলেই দাবি পুলিশের।

আরও পড়ুন:ক্লাবের প্রাণপুরুষ প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণে রেখে এবছরের পুজো শেষ, কার্নিভালে নেই একডালিয়া


গোপন সূত্রে খবর পেয়ে, সুরাট পুলিশ আমেদাবাদ-মুম্বই হাইওয়েতে পারদি গ্রামের কাছে ডিকরি এডুকেশন ট্রাস্টের একটি অ্যাম্বুলেন্স আটকে ২৫ কোটি টাকার জাল নোট ভরতি ৬টি বাক্স উদ্ধার করে। তদন্তে এখনও পর্যন্ত ৩১৬ কোটি ৯৮ লক্ষ টাকার জাল নোট মিলেছে। আটক হওয়া অ্যাম্বুলেন্সের চালক হিতেশ পরশোত্তম ভাই কোটিয়া জিজ্ঞাসাবাদে প্রথমে পুলিশকে জানিয়েছিল যে অ্যাম্বুলেন্সে পাওয়া জাল নোটগুলি সিনেমার শুটিংয়ের জন্য ব্যবহৃত অর্থ ছিল। এরপর হিতেশের বাড়ি থেকে ৫২ কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়।