দশমীর দিন বিসর্জনের সময় মালবাজারে দু:খজনক ঘটনা ঘটে যায়।বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করছে বিরোধীরা বলে সাফ জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার সেই ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপির নয় সদস্যের প্রতিনিধি দল। তারা অভিযোগের আঙুল তোলেন প্রশাসনের দিকে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে কুণাল বলেন, মালবাজারে যখন নদীতে জল বাড়ছিল, সেই সময় প্রশাসন থেকে পুলিশ মাইকিং করে একাধিকবার সেখানে উপস্থিত মানুষকে জল থেকে উঠে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু উৎসবের আবহে কেউই সেই অনুরোধে সাড়া দেননি। নিঃসন্দেহে মালবাজারের দুর্ঘটনা দু:খজনক।নবান্ন থেকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।এর পূর্ণ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।অত মানুষ পুলিশ কী করবে? তাও তো বেশ কিছু মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে কয়েকজন মারা গিয়েছেন, কয়েকজন আহত হয়েছেন।
মালবাজারের ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হবে বলে বিজেপির বিধায়কের মন্তব্যে কুণাল বলেন, মাইকিং করে জল থেকে উঠতে বললে মানুষ উঠবেন না। মানুষকে বল প্রয়োগ করে সরালে সেটা পুলিশের দোষ হয়ে যাবে। কোনটা ঠিক ? এর মধ্যে বিজেপি সেখানে গিয়ে শকুনের রাজনীতি করছে।
প্রসঙ্গত, বুধবার বিসর্জন চলাকালীন মাল নদীতে হঠাৎই হড়পা বান চলে আসায় আটকে পড়ে বিসর্জনের গাড়ি। ভেসে যায় বিসর্জন দিতে আসা বহু লোকজন। এখনও পর্যন্ত নদীতে তলিয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। ঘটনায় জখম হয়েছেন প্রায় ১৪ জন। জখম প্রত্যেকেই বর্তমানে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরই দ্রুত প্রশাসনের উদ্যোগে আর্থমুভার নামিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.