গত দু’বছরের করোনা মহামারির পর এবছর ফের ছন্দে ফিরেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। পুজোর ভিড়ে এবারও ভরসা ছিল সেই শহরের লাইফলাইন। শহরের উত্তর থেকে দক্ষিণ,পুজোকে একইসূত্রে বেধেছে কলকাতার পাতালপথ। সাফল্যের সঙ্গে মানুষকে শুধু ঠাকুর দেখানোই নয়, প্রত্যেককে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিয়েছে কলকাতা মেট্রো রেল।

মেট্রো কর্তৃপক্ষ ১০০ শতাংশ ক্রাউড ম্যানেজমেন্ট করে লেটার মার্কস নিয়ে পঞ্চমী থেকে দশমীতে ৩৯ লক্ষ ২০ হাজার ৭৮৯ জন যাত্রীকে দুরন্ত পরিষেবা দিয়েছে। তার মধ্যে রয়েছে নবাগত ইস্ট-ওয়েস্ট মেট্রোর ১ লক্ষ ৭৯ হাজার ৪২৮ জন।
মেট্রো রেলের তথ্য অনুসারে, এর আগে ২০১৯ সালে রেকর্ড তৃতীয়া থেকে দশমী পর্যন্ত পাতালপথে যাত্রী হয়েছিল ৬১.৬ লক্ষ। মেট্রোর হিসাবে ওটাই ছিল সর্বকালীন রেকর্ড। তার মধ্যে চতুর্থী থেকে নবমীতেই ৪৯.৫ লক্ষ যাত্রী মেট্রোয় চড়ে ঠাকুর দেখেছেন। ওই বছর আয় হয়েছিল প্রায় ৫ কোটি টাকার। এবছরে পুজোর সময় এই ৬দিনে মেট্রোয় টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৬কোটি টাকা। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “এবছর পুজোর সময় আমাদের কর্মীরা খুব ভাল ক্রাউড ম্যানেজমেন্ট করেছেন। কোথাও কোনও সমস্যা হয়নি। সাধারণ মানুষ খুব দ্রুত এক জায়গা থেকে অন্যত্র পৌঁছে গিয়েছেন।”















































































































































