বৃহস্পতিবার প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে ৯ রানে হারে ভারতীয় দল (India Team)। আর এই হারের দায় বোলার এবং ফিল্ডারের ওপর চাপালেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে শিখর বলেন,” এই পিচে দক্ষিণ আফ্রিকা বেশি রান করেছিল। কারণ, পিচে বল ঘুরছিল। বোলারদের জন্য সাহায্য ছিল। আমাদের আরও ভাল বল করা উচিত ছিল। তাছাড়া বেশ কয়েকটা ক্যাচও ফস্কেছি। সেখানেও কিছু রান হয়েছে। ফলে কিছুটা বেশি রান তাড়া করতে হয়েছে।”
তবে ব্যাটারদের প্রশংসা করেন ভারত অধিনায়ক। তিনি বলেন,” ব্যাট করতে নেমে আমাদের শুরুটা ভাল হয়নি। কিন্তু যেভাবে শ্রেয়স আইয়র, সঞ্জু স্যামসন ও শার্দুল ঠাকুর খেলেছে তার প্রশংসা করতেই হয়। ওরা আমাদের জয়ের কাছে নিয়ে গিয়েছিল।”
















































































































































