অবশেষে সিদ্ধান্ত নিয়েই নিলেন। জল্পনা চলছিল। কিন্তু বৃহস্পতিবার যেন তাতে সিলমোহড় পরে গেল। কাতার বিশ্বকাপ যে শেষ বিশ্বকাপ হতে চলেছে তা জানিয়ে দিলেন লিওনেল মেসি। এদিন আর্জেন্তাইন সাংবাদিককে এমনটাই জানালেন এলএমটেন।

এদিন সাক্ষাৎকারে মেসি বলেন,” সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি দিন গুনছি কবে বিশ্বকাপ শুরু হবে। সত্যি বলতে, আমি একটু উত্তেজিত। মনের মধ্যে চলছে যে কী হবে বিশ্বকাপে। এটাই আমার শেষ, কেমন যাবে বিশ্বকাপটা? একদিকে আমি যেমন বিশ্বকাপে নামার জন্য ছটফট করছি, তেমনই যাতে ভাল খেলতে পারি সেটার জন্য মরিয়া হয়ে উঠছি।”
২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্তিনা। কিন্তু সেবার জার্মানির কাছে হেরে গিয়েছিল মেসিরা। তাই ফুটবল জীবন শেষ করার আগে নিজের অধরা স্বপ্ন পূরণ করতে মরিয়া এলএমটেন। কাতারে বিশ্বকাপ জয় করতে চান তিনি।
আরও পড়ুন:আগামিকাল আইএসএল-এর প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি কেরালা ব্লাস্টার্স
















































































































































