সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখিকা অ্যানি আরনাউকস

0
1

এবার সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি লেখিকা অ্যানি আরনাউকস। আজ, বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে ফরাসি লেখিকার নাম বলা হয়েছে। সহজ ভাষায় উপন্যাস লেখার ক্ষেত্রে জনপ্রিয় অ্যানি আরনাউকস।

নোবেল অ্যাকাডেমির তরফের বলা হয়েছে, “সাহসিকতা এবং নিখুঁত লেখনীর মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়কে একত্রিত করে যেভাবে তিনি ক্ষুরধার কলমে তা অনাবৃত করেছেন, সেই প্রেক্ষাপট থেকেই তাঁকে এই পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে।”

প্রসঙ্গত, সাহিত্য জগতে অ্যানির পরিচিতি মূলত জীবনীমূলক রচনায়। যেমন– “A Woman’s Story” কিংবা “A Man’s place” অথবা “Simple Passion” অত্যন্ত জনপ্রিয় কাজ তাঁর। ১৯৭৪ সাল থেকে সাহিত্যচর্চা শুরু করেন এই ফরাসি লেখিকা। তাঁর লেখা অনেক বই ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। ২০১৯ সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজেও তাঁর নাম প্রতিযোগীদের তালিকায় ছিল।

আরও পড়ুন- বন্দিদশাতে প্রথম পুজো-জন্মদিন, আজ সারাদিন কীভাবে কাটল পার্থর