চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়, হাসপাতালে চিকিৎসাধীন

0
2

বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পরিবারে ফের অসুস্থতার খবর। এবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। জানা গিয়েছে, চিকুনগুনিয়ায় (Chikungunia) আক্রান্ত ডোনা। গতকাল, নবমীর রাত ১১টা নাগাদ আলিপুরের (Alipore) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

পারিবারিক সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন নৃত্যশিল্পী ডোনা। জ্বরে ভুগছিলেন তিনি। তাঁর শরীরে র‌্যাশও দেখা যায়। এরপরই চিকিৎসকেরা রক্তপরীক্ষার পরামর্শ নেন। পরীক্ষার পর রিপোর্ট আসতেই দেখা যায় ডোনা চিকুনগুনিয়ায় আক্রান্ত।

একদিকে রাজ্যে যখন ডেঙ্গি ক্রমশ ছড়াচ্ছে, তখনই ডোনার চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। তারমধ্যে পুজোর মধ্যে বৃষ্টি, ডেঙ্গি পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।