মাল নদীতে প্রতিমা বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা: হড়পা বানে মৃত্যু, নিখোঁজ অনেকে

0
1

মালবাজারের (Malbazar) মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা। আচমকা হড়পা বান নিরঞ্জন দিতে আসা অনেককে ভাসিয়ে নিয়ে যায়। তিনজনে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু।

এখনও পর্যন্ত নিখোঁজ কমপক্ষে ৪০জন। দশমীর সন্ধেয় মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের জন্য জড়ো হয় মালবাজার শহর ও চা বাগান সংলগ্ন অঞ্চলের বেশ কিছু পুজো কমিটি। ওই সময় হড়পা বান এলে বিসর্জন দিতে নদীতে নামা অনেকেই ভেসে যান। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ। তিনটি মৃতদেহ এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে। নিখোঁজ কমপক্ষে ৪০ জন। জলের স্রোত বেশি থাকায় এবং অন্ধকারের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবে এলাকায় প্রচুর আলো লাগানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিমা নিরঞ্জন।

আরও পড়ুন- ফিরল আট বছর আগের স্মৃতি! ছন্দার পর আবার এভারেস্টজয়ী মহিলার মৃত্যু হিমালয়ে