দশমীতেও আকাশের মুখ ভার। কোথাও বৃষ্টি। কোথাও মেঘলা আকাশ। তারই মধ্যে আজ, মা কৈলাসে রওনা দেবেন। আপামর বাঙালির হৃদয়ে বিষাদের সুর। এমন বিষাদ মাখানো সকালেই বৃষ্টি শুরু কলকাতায়। শহর ও শহরতলিতে কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তাপমাত্রার পারদও নেমেছে খানিকটা।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আজ কলকাতা শহরে দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়াতেও। পুজোর দিনগুলিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়েছে। যদিও উৎসবের সুর কাটেনি তাতে। বৃষ্টি মাথায় নিয়েই উৎসবের আবহে সামিল হয়েছেন সকলে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কলকাতা, দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।













































































































































