আজ বিজয়া দশমী। উমা বিদায়ের পালা।রাজ্যবাসীকে শুভ বিজয়ার (Bijaya) শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আপনাদের সকলকেই জানাই শুভ বিজয়া, দসেরা। নিশ্চয়ই দশমীতে আপনাদের মন খারাপ হয়। কিন্তু মা আবার আসবেন বলে, আমরা উৎসাহিতও হই। এটা মা-র চলে যাওয়া নয়, মা আমাদের হৃদয়ের মধ্যেই থাকেন। তাই মিষ্টিমুখে একটাই চাওয়া, সবাই যেন মিষ্টি থাকে। সবাই যেন ভালো থাকে। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে’।
আরও পড়ুনঃ তৃতীয় বড় দল তৃণমূল কোনও কমিটির মাথায় নেই: সুদীপকে সরানোর তীব্র প্রতিবাদ ডেরেকের
এরই পাশাপাশি, রাজ্যবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক।