হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজোয় দুর্ঘটনা, বন্ধ হল পুজোর প্রবেশদ্বার

0
1

হুল্লোর আর আনন্দের মাঝেই সুর কাটল হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজোয় (Haldia Durgotsav Committee)। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) হলদিয়া দুর্গোৎসব কমিটির (Haldia Durgotsav Committee) পুজোয় ভিড়ের চাপে ভাঙল মণ্ডপে ঢোকার অস্থায়ী সিঁড়ি। দুর্ঘটনায় আহত কয়েক জন দর্শনার্থী। ভিড় সামলাতে বন্ধ করা হল মূল প্রবেশ দ্বার।

আজ নবমীর (Nabami) দিনে পুজো (Durga Puja 2022) মণ্ডপে অঘটন ঘটায় কিছুটা হলেও মন খারাপ পুজো উদ্যোক্তাদের। পুজো কমিটির তরফ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও দর্শনার্থীর ভিড়ে সবটা সামাল দেওয়া সম্ভব হয়নি। আপাতত এই পুজো মন্ডপে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। আগামিকাল দশমী, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।