বাংলাদেশে বিদ্যুৎ বিপর্যয়! ৪ ঘন্টা অন্ধকারে ১৪ কোটি মানুষ

0
1

উৎসবের মরশুমে যখন চারিদিকে ঝলমলে আলো তখন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ (Bangladesh) ডুবল অন্ধকারে। বড়সড় বিদ্যুৎ বিপর্যয় ঘটায় বাংলাদেশের ঢাকা (Dhaka), চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট জুড়ে শুধুই অন্ধকার। জানা যাচ্ছে পাওয়ার গ্রিড (Power Grid) বিকল হয়ে যাওয়ায় বড় দুর্ভোগে বাংলাদেশ। প্রায় ৪ ঘন্টা ধরে অন্ধকারে দিশেহারা সেদেশের ১৪ কোটি মানুষ। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ঠিক কতক্ষণের মধ্যে বিদ্যুৎ ফিরে আসবে তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়। স্বভাবতই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে হাসপাতালে সমস্যার মুখে চিকিৎসকেরা। উল্লেখ্য পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার ধানখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছিল। বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে এটি বাংলাদেশে সর্ববৃহৎ কেন্দ্র। বাংলাদেশের এখনও পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াটের বেশি। কিন্তু আচমকাই পাওয়ার গ্রিডের সমস্যার কারণে রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেটের বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। সমস্যায় পড়েছেন সেখানকার মানুষ।