উৎসবের মরশুমে উত্তরপ্রদেশের(UttarPradesh) ভাদোহিতে ঘটা অগ্নিকাণ্ড ও মৃত্যুর স্মৃতি এখনো টাটকা এরইমাঝে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ইটাবা জেলায় ভরথনা এলাকায়। সোমবার সন্ধ্যে নাগাদ এখানকার পুজো মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে এখানে কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যে নাগাদ ওই পুজো মণ্ডপে হঠাৎ আগুন লাগে। মুহুর্তে আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে। পুলিশের দাবি অল্প কিছু সময় বলছে গোটা মন্ডপ পুড়ে ছাই হয়ে যায়। দমকল আগুন নিয়ন্ত্রণে আনলেও মণ্ডপের আর কিছু অবশিষ্ট নেই। প্রাথমিকভাবে দমকল বিভাগের অনুমান শর্ট-সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। যদিও আশার কথা এই যে ভাদোহির মতো এখানে কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি।
















































































































































