চুঁচুড়ায় একটুকরো আন্দামান দেখতে ভিড় দর্শনার্থীদের

0
3

দুর্গাপুজোয় যদি আন্দামান যাওয়ার ইচ্ছে পূরণ না হয় তাহলে একবার হুগলির (Hoogli) সদর শহর চুঁচুড়ায় ঘুরে আসতে পারেন। নবীন সংঘের এই বছরে থিম “এক টুকরো আন্দামান”। চুঁচুড়া (Chinsura) নবীন সংঘ ক্লাব সুবর্ণজয়ন্তী বর্ষে এই অভিনব পুজোর থিম উপহার দিয়েছে।

প্রতিমা তৈরি করেছেন কৃষ্ণনগরের শিল্পীরা। প্রতিমার যাবতীয় সাজ ও মণ্ডপ সজ্জা মেদিনীপুরের কাঁথি শিল্পীরা করেছেন। সঙ্গে চন্দননগরের আলসজ্জা মণ্ডপকে আরও উজ্জ্বল করে তুলেছে।

মণ্ডপ তৈরি হয়েছে প্রাকৃতিক জিনিস দিয়ে। কোনও কৃত্রিম রাসায়নিক বা কেমিক্যাল উপাদান, প্লাস্টিক বা থারমোকল এই পরিবেশবান্ধব মণ্ডপ (Pandal) তৈরিতে ব্যবহার করা হয়নি। পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, তাঁদের পুজোর মোট খরচ ২৫ লাখ ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন এই মণ্ডপ দেখতে।