পুজোর মধ্যেই দক্ষিণ দিল্লির লোধি রোড সংলগ্ন এলাকায় মর্মান্তিক ঘটনা। “শিবের নির্দেশ” পালন করতে গিয়ে ৬ বছরের নাবালককে গলার নলি কেটে ছুরি চালিয়ে খুন করল দুই কিশোর। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
এরপর নিহত নাবালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তদন্তে নেমে খুনের জন্য ব্যবহৃত ছুরি ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে। দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

মৃত নাবালকের মা–বাবার অভিযোগ, রাতে খাবার তাঁরা কাছের একটি নির্মীয়মান ভজন গাইতে গিয়েছিলেন। সেই সময় আচমকা তাঁদের ছেলে নিখোঁজ হয়ে যায়। এরপর খোঁজাখুঁজি করতে গিয়ে এক বস্তির কাছে একটি ঘরের সামনে রক্ত দেখতে পান। জোর করে ওই ঘরের দরজা খুলে ছেলের মৃতদেহ এবং দুই অভিযুক্তকে দেখতে পান তাঁরা।
দুই অভিযুক্ত পুলিশি জেরায় জানিয়েছে, ভগবান শিবের প্রসাদ হিসাবে তারা গাঁজা খেয়েছিল। গাঁজা খাওয়ার কিছুক্ষণ পর তাদের মনে হয়, শিব তাদের শিশু বলি দেওয়ার নির্দেশ দিয়েছে। এরপরই দুই অভিযুক্ত নির্মাণস্থল থেকে ওই শিশুকে বস্তিতে নিয়ে যায়। একটি ছুরি দিয়ে নাবালকের গলা কেটে দেয় অভিযুক্তরা। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
আরও পড়ুন- ফের বিতর্কে মদন মিত্র, নিষেধাজ্ঞা অমান্য করে মন্দারমণির সমুদ্র সৈকতে গাড়ি চালালেন মদন মিত্র










































































































































