প্রতিরক্ষায় শক্তি বাড়াল ভারত, বায়ুসেনায় যোগ দিল ‘প্রচণ্ড’

0
1

আরও শক্তি বাড়াল ভারতীয় বায়ুসেনা। অষ্টমীর সকালে হেলিকপ্টার ‘প্রচণ্ড’ (Prachand) যোগ দিল ভারতীয় সেনায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের দাবি, এই কপ্টার ভারতের প্রতিরক্ষা উৎপাদনের সাফল্য।

দেশের বায়ুসেনায় ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’ অন্তর্ভুক্তিকরণে টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করছেন রাজনাথ সিং। তিনি লেখেন, “একটি স্বরণীয় মুহূর্ত। এর ফলে প্রতিরক্ষা উৎপাদনে ভারতের সক্ষমতা প্রমাণিত হল।” তাঁর কথায়, “এই কপ্টার পেয়ে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বহু গুণ বেড়ে গেল।”

এই হেলিকপ্টারটি তৈরি করেছে রাষ্ট্র-চালিত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। সেনা সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির ব্যবহারে তৈরি করা হয়েছে যুদ্ধবাজ হেলিকপ্টার তৈরিতে। এটি বিশ্বের একমাত্র লাইট কমব্যাট হেলিকপ্টার যা ৫ হাজার মিটার বা ১৬ হাজার ৪০০ ফুট উচ্চতায় অস্ত্রশস্ত্র এবং জ্বালানি-সহ অনায়াসে উড়তে পারে। বস্তুতপক্ষে হিমালয়ের উচ্চতায় উড়তে সক্ষম এই হেলিকপ্টারটি। এইসঙ্গে যে কোনও ধরনের আবহাওয়ায় উড়তে পারে প্রচণ্ড, জানিয়েছে সেনা।

আরও পড়ুন- “শিবের নির্দেশ”, ৬ বছরের নাবালকের বলি চড়ালো দুই কিশোর