এবার রামমোহন সম্মিলনীর থিম ‘জঙ্গলকন্যা’। ইতিমধ্যেই সেই প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন ৮ থেকে ৮0। আসছেন ভিভিআইপিরাও। মহাসপ্তমীর সকালে সেখানে দেখা মিলল রাজ্যপালের সচিব IAS নন্দিনী চক্রবর্তীর (Nandini Chakraborty)। ছিলেন প্রবাসী বাঙালি শিল্পপতি ও ইউনিভার্সাল সাকসেস সংস্থার কর্ণধার প্রসূন মুখোপাধ্যায় (Prasun Mukherjee)ও। দুজনেই বহুদিন বাদে পুজোতে রয়েছেন কলকাতায়।
তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) পাড়ার পুজো রামমোহন সম্মেলনী। নন্দিনী তাঁর দীর্ঘদিনের বন্ধু। সে হিসেবে প্রতিমা দর্শনে যাওয়া তাঁর। ঠাকুর দেখা, গল্প, একসঙ্গে ভোগ খাওয়া। বহুবছর পর পুজোয় কলকাতায় রয়েছেন নন্দিনী চক্রবর্তী। প্রসূন মুখোপাধ্যায়ও বহুদিন পর কলকাতায়। ভোগ খাওয়ার পর ভাঁড়ে চা পান।
তৃণমূল আর সিপিএমের (CPIM) শারদসাহিত্য নিয়ে আগ্রহ প্রকাশ করেন প্রসূন মুখোপাধ্যায়। তৃণমূলের সমর্থকরা তাঁর হাতে ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা তুলে দেন। সিপিএমের বুক স্টলে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা সবকটি বই কেনেন ইউনিভার্সাল সাকসেসের কর্ণধার। পরে নন্দিনী ও প্রসূন নগেন্দ্র মঠ ও মিশন ঘুরে দেখেন। সব মিলিয়ে জমজমাট মহাসপ্তমীর সকাল।
আরও পড়ুন:কানপুরে ভয়াবহ ট্রাক্টর দুর্ঘটনা: মৃত অনেকে, শোকপ্রকাশ মমতার