La Ganeshan: হৃদযন্ত্রে বাড়ছে সমস্যা, হার্টে বসতে পারে স্টেন্ট 

0
2

ব্যক্তিগত সফরে চেন্নাইতে গিয়ে আচমটাই অসুস্থ হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল ( Acting Governor of West Bengal ) লা গনেশান (La Ganeshan)। গতকাল অর্থাৎ শনিবারই তাকে চেন্নাইয়ের (Chennai) একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন তাঁর হার্টে (Heart) সমস্যা থাকার কারণে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রাথমিকভাবে তিনি চিকিৎসায় সাড়া দিলেও কোনো রকমের রিস্ক নিতে চান না ডাক্তাররা। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপালের হৃদ যন্ত্রের সমস্যা আগের থেকে কিছুটা বেড়েছে। তাই এবার স্টেন্ট (Stent) বসানর সিদ্ধান্ত নিতে চলেছেন চিকিৎসকের বিশেষ দল।