মিড-ডে মিলের বরাদ্দ বাড়াচ্ছে কেন্দ্র, কার্যকর এই মাস থেকেই

0
3

দু’বছর পর মিড-ডে মিলের (Mid-Day Meal) বরাদ্দ বাড়াচ্ছে কেন্দ্র। বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করেছিল একটি কমিটি (Committee)। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ফলে পড়ুয়া পিছু মিড-ডে মিলের রান্নার খরচ ৯.৬ শতাংশ বাড়বে। অক্টোবর থেকেই এই বর্ধিত বরাদ্দ কার্যকর করা হবে।

দেশের প্রায় ১১ কোটি ৮০ লক্ষ স্কুলপড়ুয়া মিড-ডে মিল প্রকল্পের আওতায় রয়েছে। ২০২০-তে শেষ মিড-ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছিল। কিন্তু কোভিড পরবর্তী পরিস্থিতিতে মূল্যবৃদ্ধির জেরে সারাদেশেই এই প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির দাবি তুলেছিল বিভিন্ন স্কুল। বর্ধিত বরাদ্দ কার্যকর হলে প্রাথমিকের ক্ষেত্রে মিড-ডে মিল রান্নার বরাদ্দ হবে ৫ টাকা ৪৫ পয়সা। উচ্চ প্রাথমিকে হবে ৮ টাকা ১৭ পয়সা। কেন্দ্রের সিদ্ধান্তে কিছুটা স্বস্তি মিলেছে স্কুল কর্তৃপক্ষের।

স্কুলগুলিতে এলপিজি সিলিন্ডারের জোগান যথেষ্ট কম বলে অভিযোগ। সেই কারণেই প্রত্যেক স্কুলের বরাদ্দ তালিকার সঙ্গে LPG সিলিন্ডারের সংযুক্তকরণ প্রয়োজন বলে কেন্দ্রকে প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন:রামমোহন সম্মিলনীর মণ্ডপে নন্দিনী-প্রসূন: ভোগ খাওয়া থেকে আড্ডা, জমজমাট মহাসপ্তমী