জিমে গিয়ে হৃদরোগে আক্রান্ত সলমনের ‘বডি ডাবল’ সাগর পান্ডে

0
1

জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সলমন খানের বডি ডাবল সাগর পান্ডে। শুক্রবার মুম্বাই ঘটে এই মর্মান্তিক ঘটনা। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দ্রুততাকে হাসপাতালে ভর্তি করা হলেও প্রাণে বাঁচানো যায়নি। মৃত্যুকালে সাগরের বয়স হয়েছিল ৪৫ বছর। নিজের বডি ডাবল এর প্রয়াণে শোক বার্তা জানিয়েছেন খোদ অভিনেতা সলমন খান। নিজের শোক বার্তায় সলমন লেখেন, “এতদিন আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ”।

বহুদিন ধরেই সলমনের বডি ডাবল হিসেবে বলিউডে কাজ করছিলেন সাগর পাণ্ডে। ‘টিউবলাইট’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘দাবাং’-এ অভিনয় করে খোদ সলমনের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নেন তিনি। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে প্রথমবার ‘বডি ডাবল’ হিসবে দেখা যায় সাগর পাণ্ডেকে। সলমনের প্রায় ৫০টি ছবিতে বডি ডাবল হিসেবে কাজ করেছেন সাগর পাণ্ডে। অভিনেতা হওয়ার জন্য উত্তরপ্রদেশ থেকে মুম্বই এসেছিলেন সাগর। তবে পরে সলমনের বডি ডাবল হয়ে যান। সিনেমার থেকে স্টেজ শোয়ে বেশি রোজগার করতেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজু শ্রীবাস্তব, সিদ্ধার্থ শুক্লার। ফের আরও এক মৃত্যুতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।