এবার বুমরাহের চোট নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড় 

0
1

এবার যশপ্রীত বুমরাহের  (Jasprit Bumrah) চোট নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রের খবর অনুযায়ী টি-২০ বিশ্বকাপে নেই বুমরাহ। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজেও নেই। আর এবার বুমরাহের চোট নিয়ে মুখ খুললেন দ্রাবিড়। বললেন, আগামী কয়েক দিনে কী হবে সেদিকে নজর থাকবে।

রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতী দলের কোচ রাহুল দ্রাবিড় বলেন,” দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বুমরাহ অবশ্যই ছিটকে গিয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে ও এখন। সরকারিভাবে দক্ষিণ আফ্রিকা সিরিজে নেই বুমরাহ। আগামী কয়েক দিনে কী হবে সে দিকে নজর থাকবে। বোর্ডের তরফে সরকারি ভাবে কোনও কিছু জানতে পারলে নিশ্চয়ই জানাব।”

এর পাশাপাশি দ্রাবিড় বলেন,”মেডিক্যাল রিপোর্টে কী এসেছে তা আমি খুব ভাল করে দেখিনি। এই বিষয়ে চিকিৎসকরা যেটা বলবে, আমি সেটার উপরেই আস্থা রাখব। পরীক্ষা করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই বুমরাহ’র ভবিষ্যৎ নিয়ে আমরা জেনে যাব। যতক্ষণ না আমাকে জানানো হচ্ছে যে বুমরাহ টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে, তত ক্ষণ আমি আশা ছাড়ব না।”

আরও পড়ুন:সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য দল ঘোষণা করল বাংলা, দলে নেই মনোজ তিওয়ারি