“সোহাগ চাঁদ বদোনি ধোনি নাচো তো দেখি”, নাচে-গানে পুজো সেলিব্রেশন শুরু মহুয়ার

0
3

সংসদ ভবনে মসৃণ ইংরেজিতে তাঁর ক্ষুরধার বক্তব্য মুগ্ধ হয়ে শোনেন শাসক-বিরোধী সব পক্ষের তাবড় নেতারা। আবার কখনও কখনও চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করেন বিরোধীদের। সম্প্রতি, শাড়ি পড়ে তাঁর ফুটবলে শট নেওয়ার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার তাঁর নাচ মন কাড়লো সকলের। এককথা তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

আরও পড়ুনঃ“রামরাজ্য পেতে খরচ তো হবেই”, ৫ রাজ্যের ভোটে বিজেপির কোটি কোটি ব্যয় নিয়ে খোঁচা মহুয়ার

কিন্তু সারা বছর রাজনীতির বাইরেও তিনি একজন বাঙালি। তাই আর পাঁচজন বাঙালির মতো বাঙলির শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠলেন মহুয়া। দুর্গাপুজোর এই পাঁচটা দিন নিজের মতো করেই কাটাতে চান তৃণমূল সাংসদ। মহাপঞ্চমীতে বেথুয়াডহরির একেবার অন্যরূপে ধরা দিলেন তিনি।


নিজের জেলা নদিয়ায় মহাপঞ্চমী উদযাপন উপলক্ষে একটি শোভাযাত্রায় অংশ হিসাবে সকলের সঙ্গে তাঁর সুন্দর নাচের একটি ভিডিও শেয়ার করলেন মহুয়া। আর সেই ভিডিও টুইটারে পোস্ট করতেই মুহূর্তে তা ভাইরাল নেট দুনিয়ায়। মহুয়ার নিজেই টুইটে সেই ছবি পোস্ট করেন।ক্যাপশনে তিনি লেখেন, নদিয়া জেলায় মহাপঞ্চমীর সেলিব্রেশন। ভিডিওতে দেখা যাচ্ছে জনপ্রিয় বাংলা লোক গান-“সোহাগ চাঁদ বদোনি ধোনি নাচো তো দেখি”, গান গাইতে এবং রাস্তায় হাঁটতে গিয়ে অন্যান্য মহিলাদের সঙ্গে নাচতে দেখা যায়।