জয় দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করল হরমনপ্রীতরা

0
2

জয় দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করল ভারতীয় দল। শনিবার তারা ৪১ রানে হারাল শ্রীলঙ্কাকে। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং করে ম‍্যাচের সেরা জেমাইমা রডরিগেজ। অপরদিকে বল হাতে তিন উইকেট নিলেন দয়ালান হেমালতা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন জেমাইমা রডরিগেজ। ৭৬ রান করেন তিনি। ৬ রান করেন স্মৃতি মান্ধনা। ৩৩ রান করেন হরমনপ্রীত কৌর। লঙ্কানদের হয়ে তিন উইকেট নেন ওশাদি। একটি করে উইকেট নেন সুগান্ধিকা কুমারি এবং চামারি।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩০ রান করে হাসিনি পিরিরা। ২৬ রান করেন হৃিশিতা মাদাভি। ভারতের হয়ে তিন উইকেট নেন দয়ালান হেমালতা। দুটি করে উইকেট নেন পুজা বস্ত্রকার এবং দীপ্তি শর্মা। একটি উইইকেট নেন রাধা যাদব।

আরও পড়ুন:এবার বুমরাহের চোট নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়