গৃহস্থের রান্না গ্যাসে মোদি সরকারের(Modi Govt) রক্তচক্ষু বহাল রইল। শনিবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিছুটা কমানো হলেও রান্নার গ্যাসে(Gas) সাধারণ মানুষকে রেহাই দিল না মোদি সরকার। ফলে আজ ১ অক্টোবর থেকে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম কলকাতায় ১ হাজার ৭৯ টাকাই থাকবে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩৬ টাকা ৫০ পয়সা।
শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আজ থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩৬ টাকা ৫০ পয়সা। ফলে ১৯ কেজি সিলিন্ডারের দাম আজ থেকে শহরে ১ হাজার ৯৫৯ টাকা। প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম কমা সত্ত্বেও জুলাই মাসে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়েছিল কেন্দ্র। তারপর আর দাম কমায়নি মোদি সরকার। সেই ধারা অব্যাহত রইলো এবারও।