আসন্ন টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে (India Team)। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রের খবর অনুযায়ী পিঠে চোটের কারণে টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন না যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তবে এবার বুমরাহের চোটের খবর নিয়ে কিছুটা স্বস্তি দিলেন বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি বলেন, এখনও বুমরাহ টি-২০ বিশ্বকাপ দিয়ে ছিটকে যায়নি।
এই নিয়ে এক ইউটিউব চ্যানেলে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “এখনও বুমরাহ বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। দেখা যাক কী হয়। আগামী দু’-তিন দিনে বোঝা যাবে ও অস্ট্রেলিয়া যাচ্ছে কি না। এখনই ওকে হিসেবের বাইরে রাখা হচ্ছে না।”
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ থেকে সরে দাঁড়ান যশপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ জয়ের পর তিরুবনন্তপুরম থেকে সরাসরি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আনা হয় শারীরিক পরীক্ষার জন্য। এরই মধ্যে বৃহস্পতিবার এক সংবাদ সংস্থা জানায়, টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বুমরাহ।