বিশ্ববাংলা শারদ সম্মান: প্রথম পুরস্কার পেল ফিরহাদ হাকিমের পুজো তথা চেতলা অগ্রণী

0
1

প্রতিবছরের মত এবছরও কলকাতা ও জেলার সেরা পুজোকে বিশ্ববাংলা শারদ সম্মান(Biswa bangla Sharad Samman) দিচ্ছে রাজ্য সরকার(State Govt)। শনিবার ষষ্ঠীর বিকেলে বৃহত্তর কলকাতার পুরস্কার বিজেতা পুজো কমিটিগুলির নাম ঘোষণা করেন তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন(Indranil Sen)।

এদিন সাংবাদিক বৈঠক করে তিনি জানান, এবছর ৪২ টি পুজো সেরার সেরা, ২০ টি সেরা ভাবনা, ১৬ টি সেরা পরিবেশ বান্ধব এবং ২১ টি পুজো বিশেষ পুরস্কার পাচ্ছে। মন্ত্রী জানান, একইভাবে প্রতিটি জেলার সেরা পুজোগুলিকেও বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হবে। বৃহত্তর কলকাতার বিশ্ববাংলা শারদ সম্মানের সেরার সেরা তালিকায় প্রথমেই রয়েছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো তথা চেতলা অগ্রণীর মণ্ডপ। তার পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো তথা সুরুচি সঙ্ঘের মণ্ডপ। এ ছাড়া রয়েছে টালা প্রত্যয়, ত্রিধারা, কালীঘাট মিলন সঙ্ঘ, সমাজসেবী, বাবুবাগান, চক্রবেড়িয়া, হিন্দুস্তান ক্লাব, দক্ষিণ কলকাতা সার্বজনীন, অবসর, আহেরিটোলা, কাশী বোস লেন সহ ৪২ টি পুজো। বিশ্ববাংলার শারদ সম্মানের সেরা ভাবনার পুরস্কার পেয়েছে বেহালা উত্তর হালপাড়া ক্লাব, বেহালা প্লেয়ার্স কর্নার, বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব, উল্টোডাঙা বিধান সঙ্ঘ ২০ টা পুজো। সেরা পরিবেশ বান্ধব পুজোর সম্মান পেয়েছে সল্টলেক এফডি ব্লক, কুমারটুলি সার্বজনীন সহ আরও ১৬ টি পুজো। এ ছাড়াও রয়েছে বিশেষ পুরস্কার পেয়েছে ২০ টা পুজো। এই ৯৯টি পুজোই রেড রোডে কার্নিভালে অংশ নেবে।