উৎসবের মরশুমেও চলল গুলি। আতঙ্কের ভয়াবহ ছবি রাজধানী দিল্লিতে। বিশ্ববিদ্যালয়ের দুগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে বৃহস্পতিবার রাতে রাজধানী দিল্লিতেই একটি হাসপাতালে গুলি চালানোর ঘটনা ঘটে। এর জের কেঁপে ওঠে হাসপাতাল চত্বর। এক পড়ুয়া আহতও হয়েছে বলে খবর। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় । যদিও এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

আরও পড়ুন:প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জলের নীচে রাজধানীর রাজপথ

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিল্লির ওখলায় হোলি ফ্যামিলি হাসপাতালের ভেতরেই বিশ্ববিদ্যালয়ের দুই গোষ্টীর মধ্যে বচসা বাধে। পড়ুয়াদের বচসা এতটাই জোরালো ছিল যে তা হাতাহাতির পর্য়ায়ে চলে যায়। যার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গুলি চালানোর ঘটনা ঘটে। খবর পেতেই হাসপাতালে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। গুলির আঘাতে একজন পড়ুয়া আহত হয়েছে বলে খবর। তাঁর মাথায় গুলি লেগেছে। আপাতত তাঁকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে ।অভিযুক্তরা জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেই মনে করা হচ্ছে।

তবে হাসপাতাল চত্বরে গুলি চালানোর ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন রোগী ও তাঁর পরিজনেরা। যদিও পুলিশ এসে ঘটনার সামাল দেন। এই ঘটনায় পুলিশি ধরপাকড় চলছে। কি নিয়ে এই সংঘর্ষ, বন্দুকের বা কোথা থেকে এল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।









































































































































