জাতীয় গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

0
1

৩৬তম জাতীয় গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর ( Mirabai Chanu)। শুক্রবার মহিলাদের ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগে সোনার পদক জয় করেন তিনি। ৪৯ কেজি বিভাগে ক্লিন অ‍্যায়ান্ড জার্ক ও স্ন‍্যাচে নিজের নিকটতম প্রতীদ্বন্দ্বীর থেকে ৪ কেজি বেশি ওজন তুলে সোনা জয় নিশ্চি করেন চানু। মোট ১৯১ কেজি তোলেন তিনি।

এদিন স্ন্যাচে মীরাবাঈ চানু প্রথম প্রয়াসে তোলেন ৮১ কেজি। এরপর দ্বিতীয় প্রয়াসে অনায়াসেই চানু তুলে নেন ৮৪ কেজি। সেই সময় বাকি প্রতিযোগীদের থেকে ৩ কেজি এগিয়ে ছিলেন চানু। তাই আর তৃতীয় প্রয়াস করেননি তিনি। এরপর ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রয়াসে চানু তোলেন ১০৩ কেজি। ক্লিন অ্যান্ড জার্কের দ্বিতীয় প্রয়াসে তোলেন ১০৭ কেজি।

সোনা জিতে মীরাবাঈ চানু বলেন, “জাতীয় গেমসে মণিপুরের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। উদ্বোধনী অনুষ্ঠানে আমার নেতৃত্বে অ্যাথলিটরা অংশ নিয়েছেন। এটা আমার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল। এমনিতে উদ্বোধনী অনুষ্ঠানের পরের দিন সকালে ইভেন্ট থাকলে কিছুটা অসুবিধা হয়। কিন্তু এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত রেখেছিলাম।”

২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে পদক জয় করেন মীরাবাঈ। গত বছর টোকিও অলিম্পিক্সে রুপো জয় করেন তিনি। ২০২২-এ বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনা জয় করেন মীরাবাই চানু।

আরও পড়ুন:গরবা নাচে পিভি সিন্ধু, মন কেড়েছে নেটিজেনদের