এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রথম চার্জশিট পেশ সিবিআইয়ের

0
1

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ (SSC Recruitment) দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই (CBI)। শুক্রবার আলিপুর কোর্টে জমা পড়েছে চার্জশিট (Chargesheet)। সেই চার্জশিটেই ১৬ জনের নাম রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। তালিকায় ষষ্ঠ স্থানে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)।

তবে শুধু পার্থই নন, চার্জশিটে নাম রয়েছে শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, সমরজিৎ আচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও। তদন্ত শুরুর ৪৬ দিনের মাথায় চার্জশিট দিল সিবিআই। চার্জশিটে মোট ৫টি ধারায় অভিযোগ আনা হয়েছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রথম নিয়োগ দুর্নীতিতে তদন্ত শুরু করে সিবিআই। পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। আলিপুরে সিবিআই কোর্টে এমনই প্রশ্ন তোলেন বিচারক। পরে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও একই প্রশ্ন তোলেন। আর শুক্রবার চার্জশিট জমা করল সিবিআই। গত সপ্তাহেই এই মামলায় চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানেও নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। নাম রয়েছে প্রাক্তম পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যেরও। এবার সিবিআই-এর চার্জশিটে নতুন কি তথ্য উঠে আসে, সে দিকেই নজর রয়েছে সকলের।