দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রোহিত, টপকে গেলেন ধোনিকে

0
1

বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভেঙে দিলেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। ভারত অধিনায়ক হিসাবে এক বছরে সব থেকে বেশি টি-২০ ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন রোহিত।

চলতি বছরে ভারত অধিনায়ক হিসাবে ১৬টি টি-২০ ম‍্যাচ জিতেছেন রোহিত। এক বছরে এতগুলি ম্যাচ কোনও ভারত অধিনায়ক জেতেননি। এর আগে ২০১৬ সালে ১৫টি ম্যাচ জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এতদিন সেটিই ছিল রেকর্ড। বুধবার সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত।

ভারত অধিনায়ক হিসাবে সব থেকে বেশি টি-২০ জয়ের তালিকায় শীর্ষে রয়েছেন ধোনি। ৭২টি ম্যাচে অধিনায়কত্ব করে ৪১টি জিতেছেন তিনি। ধোনির জয়ের হার ৫৯.২৮ শতাংশ। দ্বিতীয়তে রয়েছেন রোহিত। ৪৩টি ম্যাচ খেলে ৩৪টিতে জয় পেয়েছেন তিনি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ৫০টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে ৩০টি ম্যাচে জিতেছেন তিনি।

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা অর্শদীপ, টি-২০ বিশ্বকাপেও নিজেকে মেলে ধরতে মরিয়া তিনি