অনলাইন গেমিং প্রতারণাকাণ্ডে গ্রেফতার আরও ৫

0
3

অনলাইন গেমিং প্রতারণার তদন্তে সক্রিয় কলকাতা পুলিশ। এবার গ্রেফতার আরও পাঁচ। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে। তাঁর অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে ৩০ কোটি টাকা।তার অ্যাকাউন্টের মাধ্যমেই লেনদেন করা হয়েছে বলে অনুমান পুলিশের।

আরও পড়ুন:গেম প্রতারণা মামলার তদন্তে সল্টলেকে তল্লাশি পুলিশের, উদ্ধার অসংখ্য সিমকার্ড ও হার্ডডিস্ক

প্রতারণা কাণ্ডের পর্দা ফাঁস করতে বুধবার তিনজায়গায় গভীর রাত অবধি তল্লাশি চালায় পুলিশ।সেখানে ঢুকেই চোখ কপালে ওঠে অফিসারদের। দেখা যাচ্ছে, কম্পিউটার, ল্যাপটপ, সেগুলির সার্ভার – সব চলছে! অথচ একটিও লোক নেই! অফিসে তল্লাশি চালিয়ে প্রচুর ডেবিট কার্ড ৪৮৩টি ব্যাঙ্ক কিট উদ্ধার করে পুলিশ। এছাড়াও ১৯৫২টি সিম কার্ড উদ্ধার করেন তদন্তকারীরা। এরপরই চার জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

ধৃতরা হলেন ৩২ বছরের প্রসেনজিৎ সরকার, ৩৭ বছরের শমিত মণ্ডল, ২৮ বছরের সুমা নস্কর, ৩৭ বছরের রাহুল পান।জানা গিয়েছে, সোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা টাকা পরবর্তীতে আমির খান সহ বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে পাঠানো হত। যে সকল ব্যক্তিরা গ্রেফতার হয়েছেন তাঁদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকার হদিশ পেয়েছেন গোয়েন্দা আধিকারিকরা। তবে সোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে নগদ ৩০ কোটি টাকা।পাশাপাশি বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে ওই অফিসের ম্যানেজার প্রতীক বাজপেয়ীকে ।