সেপ্টেম্বরেই ফুরোচ্ছে বর্তমান অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের মেয়াদ। তারপর সেই পদের দায়িত্ব নেবেন আর ভেঙ্কটরামানি (R Venkataramani)। আগামী শুক্রবারই বিদায়ী অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী তিন বছর এই পদেই থাকবেন প্রবীণ আইনজীবী আর ভেঙ্কটরামানি ।

আরও পড়ুন:বিপিন রাওয়াতের মৃত্যুর ৯ মাসের পর নয়া CDS পেল ভারত

কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের অধীনস্থ সংস্থা আইনি বিষয় সংক্রান্ত বিভাগের তরফে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল পদে বেণুগোপালের উত্তরসূরি হিসেবে আইনজীবী ভেঙ্কটরামানিকে নিয়োগ করা হবে। এই নিয়োগে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে ভারতের সুপ্রিম কোর্টে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত হয়েছিলেন আইনজীবী ভেঙ্কটরামানি (R Venkataramani)। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট ও দেশের বিভিন্ন হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের জন্য আইনি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ভারতের আইন কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সম্প্রতি হিজাব মামলাতেও দেশের শীর্ষ আদালতে তাঁর বিশেষ উপস্থিতি ছিল।









































































































































