মায়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশে না হাসিনা সরকারের

0
3

খায়রুল আলম, ঢাকা

একদিকে বাড়ছে রোহিঙ্গা সমস্যা (Rohinga Issue)অন্যদিকে অর্থনীতির (Economy)বেহাল দশা। এবার সীমান্ত অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিল বাংলাদেশ সরকার (Bangladesh Government)। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman Khan Kamal)বলেছেন, সীমান্তে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। আরাকান আর্মি, বিজিপি, বিচ্ছিন্নতাবাদী সবার ক্ষেত্রেই এই এক নিয়ম প্রযোজ্য।

স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন মায়ানমারের ঘটনা সেই দেশের অভ্যন্তরীণ ব্যাপার। সেই বিষয় নিয়ে ভাবতে রাজি নয় বাংলাদেশ। সেই ঘটনায় বাংলাদেশের কোনও সম্পর্ক নেই।মন্ত্রী বলেন, এখন পর্যন্ত বিজিবি অত্যন্ত যোগ্যতার সঙ্গে বর্ডার এলাকার নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে। এমনকি সেখানে আরও কিছু সৈন্য মোতায়েন করা হয়েছে। বিজিবিকে (Border Guard Bangladesh) নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনোক্রমেই আরাকান আর্মি, মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী কিংবা অন্য কোনও বাহিনীর সদস্য যেন আমাদের সীমানায় না ঢুকতে পারে সেই বিষয়ে সজাগ দৃষ্টি দেওয়া হয়েছে।