গ্যাস নিয়ে কালো বাজারের অভিযোগ নতুন কিছু নয়। এই সমস্যাতে লাগাম টানতে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার(Central Govt) বেধে দেওয়া হল বছরে সর্বোচ্চ রান্নার গ্যাস(Gas) কেনার সীমা। কেন্দ্রের নয়া নীতি অনুযায়ী এখন থেকে বছরে ১৫ টি বেশি সিলিন্ডার কেনা যাবে না, পাশাপাশি এক মাসে দুটি বেশি সিলিন্ডার অর্ডার দেওয়া যাবে না।

দীর্ঘদিন ধরেই রান্নার গ্যাসের কালোবাজারি নিয়ে অভিযোগ রয়েছে। বহু ক্ষেত্রে দেখা যায় ঘরোয়া প্রয়োজনে গ্যাস কিনে অতিরিক্ত দামে তা হোটেল রেস্তোরাঁ খাবারের দোকান সহ নানান জায়গায় বিক্রি করা হচ্ছে। নিয়ম অনুযায়ী বাণিজ্যিক প্রয়োজন যে গ্যাস কেনার কথা রান্নার গ্যাসের চেয়ে অনেক দামি। তাই চলছে এই অসাধু পন্থা। এই পরিস্থিতিতে লাগাম টানতেই এবার কঠোর পদক্ষেপ নিল সরকার।
বর্তমানে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ১ হাজার ৯৯৫.৫০ টাকা। সাধারণ ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৭৯ টাকা দিয়ে। দামের এই ফারাকের জন্যই ব্যবসায়ীরা বেআইনিভাবে ঘরোয়া গ্যাস ব্যবসার কাজে ব্যবহার করছে। সেটা রুখতেই এই কড়া ব্যবস্থা। বিবৃতিতে জানানো হয়েছে, মাসে দু’টির বেশি গ্যাস আর কিনতে পারবেন না সাধারণ গ্রাহকরা। আর বছরে এই সর্বোচ্চ সীমা ১৫টি। বছরে সর্বোচ্চ ১৫টি গ্যাস সিলিন্ডার কেনা গেলেও ভরতুকি অবশ্য পাওয়া যাবে সর্বোচ্চ ১২টিতে। এমনিতেই এখন উজ্বলা যোজনার বাইরে সাধারণ গ্রাহকরা ভরতুকি পান না। কেন্দ্রই ধীরে ধীরে এই ভরতুকি ছেঁটে দিয়েছে।
















































































































































