Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচে জয় ভারতের। প্রোটিয়াদের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। তিন উইকেট নিয়ে ম‍্যাচের সেরা অর্শদীপ সিং।

২) নজির গড়লেন সূর্যকুমার যাদব। ভারতীয় ব্যাটার হিসাবে এক ক্যালেন্ডার বছরে সব থেকে বেশি রান করলেন তিনি। ভেঙে ফেললেন শিখর ধাওয়ানের রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০-তে এই নজির গড়লেন সূর্য।

৩) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের জোরে বোলার নাসিম শাহ। অসুস্থ হওয়ার আগে অনুশীলনে মেজাজেই ছিলেন তরুণ ক্রিকেটার। তাঁর সেই মেজাজের নমুনা পেয়েছেন পাক অধিনায়ক বাবর আজম স্বয়ং।

৪) অর্শদীপ সিং-এর হাতেই তুলে দেওয়া হল ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার। ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে খুশি অর্শদীপ। ম্যাচের পর তিনি বলেছেন, ‘‘উইকেট থেকে প্রচুর সাহায্য পেয়েছি।”

৫) আলভারো মোরাতার নাটকীয় গোল স্পেনকে পৌঁছে দিল উয়েফা নেশনস লিগের শেষ চারে। যে গোলে ছিটকে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ