পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! সপ্তমী থেকে পুরো পুজোতেই বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে সপ্তমী থেকে দশমী থেকে বৃষ্টির সম্ভাবনা। ২-৫ অক্টোবর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ২-৫ অক্টোবর উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বিশেষজ্ঞ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বুধবার জানান, রাজ্যে ২৮,২৯,৩০ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। এবং এই তিন দিন আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। ১ অক্টোবর থেকে রাজ্যে বৃষ্টি শুরু হবে। ১ তারিখ পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ফলে দুই থেকে পাঁচ অক্টোবর দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের যেসব জেলায় মোটের উপরে বেশি বৃষ্টি হতে পারে সেগুলি হল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা ও ঝাড়গ্রাম। ১ অক্টোবর থেকে কলকাতাতেও বৃষ্টি হবে উত্তরবঙ্গে ১ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ২ থেকে ৫ উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে এক তারিখের রাত্রের পর থেকে বৃষ্টি শুরু হবে।
আরও পড়ুন- উৎসবের মেজাজকে আরও বাড়িয়ে পুজোর উদ্বোধনে ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী








































































































































